মহাপ্রভুর শাখা ৷ শ্রীনাথ মিশ্র, শুভানন্দ, শ্রীরাম, ঈশান, রথাগ্রে নাচিতে নাচিতে — মহাপ্রভুর—
কভু নেত্রে নাসায় জল মুখে পড়ে ফেন ৷
অমৃতের ধারা চন্দ্রবিম্বে বহে যেন ৷৷
সেই ফেন লইয়া শুভানন্দ কৈল পান ৷
কৃষ্ণপ্রেম রসিক তেঁহো মহাভাগ্যবান ৷৷

ইঁহাকে খেতরীর মহোৎসবেও উপস্থিত দেখিতে পাই ৷