অনুনয় করি হরি পাণি পসারই
রাইক চরণক আগে।
নিজ মুখে আপন কহই দোষ শত
মানই করম অভাগে।।
দেখ রাধামাধব প্রীত ।
দুহুঁকর নিজ নিজ গুণহিঁ বাঢ়ায়ত
দুহুঁ জন নিজ নিজ রীত।।
সুমুখি কহয়ে কাহে মোহে বিড়ম্বহ
হাম তুয়া মুগধিনি নারী।
তুহুঁ সে রসিক-বর বিদগধ নাগর
নাগরি-জন মনোহারী।।
কহইতে এতহুঁ নয়ন লোরে ঝাঁপল
কানু কয়ল ধনি কোর।
ভাঙ্গল মান হেরি রাধামোহন
আনন্দে পুন ভেল ভোর।।