কহে পহুঁ বংশীধর, মোর পীতবাস পর,
গৌর অঙ্গে মাখহ কস্তুরী।
শ্রবণে কুণ্ডল দিল, বনমালা পরাইল,
চূড়া বাঁধে এলায়া কবরী।।
গৌর অঙ্গুলি তোর, সোনা বাঁধা বাঁশী মোর,
ধর দেখি রন্ধ্র রন্ধ্র মাঝে।
চরণে চরণ রাখ, কদম্ব হিলান থাক,
তবে সে বিনোদ বাঁশী বাজে।
মুরলী অধরে লেহ, এই রন্ধ্রে ফুক দেহ,
অঙ্গুলী লোলায়া দিব আমি।।
জ্ঞানদাস এই রটে, যা বলিলা তাই বটে
ত্রিভঙ্গ হইতে পার তুমি।