“জাহার লাগিয়া সব তেয়াগিলুঁ
কুলে দিঞাছিল ডোর।
জ্ঞাতি বন্ধুজন দিয়া তেয়াগল
তাহারে করিল কোর।।
শাশুড়ি ননদি দিল কত দুখ
তাহা না কহিব কত।
কহিতে কহিতে হেন লয়ে চিতে
জাতনা সঞাছি জত।।
নিদান করিলা নন্দের নন্দন
তেজব বলিঞা জান।
তখন হরসে তাহার সমুখে
করিথু বিসের পান।।
এখন মরিতে নাহি কিছু দুখ
অলপ ইঙ্গিতে পারি ।
মরি যেন তার নাহিক সন্দেহ
মনেতে বিচার করি।।
আছে অগোচর নহেত গোচর
জদি সে মরিয়ে তায়।
কোন রূপে জদি গোকুল আয়ল
সে বর রসিক রায়।।
তাহার কারণে এত দুখ সহি
কহিয়ে সভার কাছে।”
চণ্ডীদাস বলে দুহাঁর পিরিতি
খুজিতে হেন কি আছে।।