হোরি হো রঙ্গে মাতি।
আবিরে অরুণ গোরি শ্যামরকাঁতি।। ধ্রু।।
নিপততি যন্ত্রে সুরঙ্গিম কুঙ্কুম
চূয়া চন্দন কেশর সাথী।
চৌদিগে আবির উড়ায়ত ব্রজ-বধূ
অরুণ তিমির কিয়ে ভেল দিন রাতি।।
বীণ উপাঙ্গ মুরজ সরমণ্ডল
ডম্ফ রবাব বাওয়ে কত ভাতি।
কোই মাউর সুরট কোই সারঙ্গি
কোই বসন্ত গাওয়ে সরজাতি।।
নাচত মৌর শোর ঘন কোকিল
রোল বোলে মত মধুকর পাতিঁ।
ঋতুপতি পরম মনোহর খেলন
হেরি শিবরাম হরিখে ভরু ছাতি।।