আঘণ মাসে আশ বহু আছিল
মিলব করি অনুমানি।
সো সব মনরথ দূরহিঁ দূরে রহু
জিবইতে সংশয় জানি।।
শুন শুন নিরদয় কান।
ইহ দুখ শুনি তুয়া চীত না দরবয়ে
কৈছন হৃদয় পাষাণ।।ধ্রু।।
পৌর রমণিগণ বহু গুণ জানত
তাহে বুঝি বারল চীত।
রসময় সদয় হৃদয় গুণ বিছুরলি
ভুললি সে হেন পিরীত।।
আগমন সময়ে যতেক আশোয়াসলি
সো কছু আছয়ে চীত।
শুনইতে তোহারি নিঠুরপন গুণগণ
জ্ঞানদাস চিত ভীত।।