আমি মিছা কলঙ্কিনী সংসারে সখিরে, প্রাণ বন্ধে ছাড়িয়া গেল আমারে। ধু
বৃন্দাবনে মধুপুরে হয় গো রসের খেলা, তাতে হয় মদন জ্বালা হায় হায় হায়।
এ গো শুক্না কমল শুকাই গেলে খায়না মধু ভমরে সখিরে
বৃন্দাবনে গেলা হরি না আসিলা আর
হইল গোকুল অন্ধকার হায় হায় হায়
এগো, পরম শোগে সুখচারিনী ঝুরে ভ্রমর নিরলে সখি রে।।
দৈখুরা পাগলে বলে আল্লার নাম সার, মিছা ভবের বাজার হায় হায় হায়।
এগো কি জোয়াব দিবায় মনা কবর হাসরে সখি রে।