আরক্ত সুন্দর কান্তি শ্রীদাম গোপাল।
বনফুলমালেতে কুন্তল বাঁধে ভাল।।
অরূণবরণ ধটী কটির বাঁধনি।
ষষ্টি বিশাল বেত্র মুরলী কাচনি।।
প্রবাল মুকুতা গুঞ্জা গলে ঝলমল।
হেলায় দুলিছে কানে মকর কুণ্ডল।।
সর্ব অঙ্গ বিভূষিত গোখুরের ধূলা।
উরপরে দুলিতেছে বনফুল মালা।।
পাশ আভরণ অঙ্গে কটিতে কিঙ্কিণী।
চরণে মজীর বাজে রুনুঝুনু শুনি।।