“আর সুন, রাজা, ইহার উপায়
কহিএ একটি বানি।
রিপু-ভাবে মনে বিস মাখি স্তনে
আইল এ কথা জানি ।।
জদি রিপু-ভাব পাইল স্বভাব
তার তরতম আছে।
মাতৃভাব করি দুগ্ধ পিল হরি
বসিঞা তাহার কাছে।।
আর কহি সুন তাহা দেহ মন
রাম অবতার কালে।
রাবণের বংস সব করি ধংস
বধিলা এ রঘুবিরে।।
শ্রীরাম ধনুকি সঙ্গেতে জানকী
দোসর লক্ষন ভাই।
সিতা চুরি করি লঞা গেলা হরি
* * তাই।।
রাজা দশানন পুত্র-ভাতৃগণ
শ্রীরাম সমুখে যুঝি।
পাইল বৈকুণ্ঠ সমুখে দেখিয়া
দেখ দে * * রাজ ঝি।।
রিপুভাবে মন রাজা দশানন
চলিলা মুকুত হঞা।
তেন রিপুভাবে তারএ ই সবে
চলে প্রেমরস পায়্যা।।
আর সুন, রাজা, এ কিট পতঙ্গ
স্থাবর জঙ্গম আদি।
জত চরাচর মুরুতি খেচর
জত আছে নদ নদি।।
সভার ঘটেতে রহি ভগবান
সেই সে জতেক কায়া।
বিসের ভাণ্ডার গলাএ বান্ধএ
জানিহ নটের ছায়া।।
সব জিবে কৃষ্ণ আছে য়াচ্ছাদিয়া
কহিল তোমার পাস।
তরি গেলা তাহে পুতনা রাক্ষসি”–
কহেন এ চণ্ডিদাসে।।