আলো রে পরাণের পোতলী বন্ধু, তুমি মোর তিলকের ফোঁটা।
দৈব সে তোমার লাগি হৈয়াছম্ বৈরাগী, তাতে কিবা লাজ খোঁটা।। ধু
পিরীতি অবশেষ, না রহিমু এই দেশ, আনল দিয়া যাইমু ঘরে। ;
নিতি রাধার মন, করে উচাটন , বাহির হম্ হম্ প্রাণি করে।।
করেতে কঙ্কণ, নয়ানে অঞ্জন, পিন্ধনে পাটের সাড়ী।
করেতে মন্দির, চরণে নেপূর, কেন ফির বাড়ী বাড়ী।।
অন্তরে আগুণি বাহিরে আগুণি, আগুণি এ দশ দিশ।
নাছিরদ্দিন এ, মিনতি ভণএ, দয়া না ছাড়িও শেষ।।