আস্য আস্য আস্য পরাণ সুবল
এ কি অপরূপ দেখা।
কহ দেখি বনে আছএ কেমনে
তোমার পরাণ-সখা।।
যখনি হইতে শিঙ্গার সহিতে
বাজিল সাজন-বেণু।
বনের বিপদ পথের আপদ
ভাবিতে অবশ তনু।।
ঘরের বাহির মোরে অতি দূর
যুবতি কুলের বালা।
বিরহ আনলে জ্বলিঞা কান্দি এ
করিঞা ধূমার ছলা।।
কামনা করিঞা সাগরে মরিঞা
হব সহচর সখা।
দীনবন্ধু বলে সহচর হল্যে
সদাই হইবে দেখা।।