আস্য ধনি বিনোদিনী সঞ্জিবনী রাধা।
তো বিনে রহিতে নারি তুমি প্রাণের আধা।।
যে দিগে নেহারি রাই সেদিক আন্ধিয়ারা।
তুমি দুখ বিমোচনী নয়নের তারা।।
নিরবধি তুয়া নাম করিয়ে ভাবনা।
তু বিনা হঞাছি তোমার * * ।।
যদি না পত্যয় রাই সকলে কর সাথি।
আস্য যদি তুয়া পায় শ্যাম নাম লিখি।।
শুনিয়া শ্যামের বাণী বিনোদিনী হাসে।
আনন্দে পুরল অঙ্গ কহে জ্ঞানদাসে।।