* * * * * *
“উড় পিক আপনার মনে।
যাহ উড়ি মাথুর গমনে।।
জোথা বসি চতুর মুরারি।
* * * * * ।।
তোথা কুহু রব করি বল। ;
পঞ্চস্বরে করে উত্তরোল।।”
অতি মতি শুনিঞা রসাল ।
পিক পানে চাহে নন্দলাল।।
“আজু দেখি পঞ্চস্বরে গান।
হেতু কিছু জানি অনুমান।।
কহ কহ পিকবর বানি।
কি হেতু ইহার দেখি শুনি।।
তোমার শবদে গেল জানা।
হেন বুঝি কর দুতিপনা।।”
চণ্ডীদাস ভেল মতি ভোর।
কহে পিক বচন উত্তর।।