একতরুবর দেখ উপজল
চারু সাখা ভেল তায়।
দুটি চান্দ তাহে ফলল সুন্দর
দুই ফল দেখ প্রায়।।
ফলের উপরে পাঁচ সসোধর
আচম্বিতে আসি রয়।
ফলে ফলে ফুলে ফিরি ফিরি ফেরি
খগে চান্দে আসি রয়।।
ফণিতে মউর দেখয়ে রুপুর
মেঘে মেঘে আচ্ছাদিয়া।
করিন্যা করিনি ডাকিছে বেকত
উঠহ প্রাণের পিয়া।।
দারুন ননদি সাসুড়ি অবোধি
অবোধ পাড়ার লোকে।
নানা কথা কয়্যা দিবেক আসিয়্যা
গঞ্জনা দিবেক মোকে।।
কি বলিব দুটি ও রাংগা চরণে
সকল গোচর আছে।
চণ্ডিদাসে বলে তুরিত গমন
লোকে য়াসি দেখে পাছে।।