একে নব পিরীতি আরতি অতি দুরগম
সোঙরি সোঙরি খিণ দেহা।
তাহে গুরু-গঞ্জন হৃদয়-বিদারণ
জীবইতে ভেল সন্দেহা।।
সজনি দূরে কর ও পরথাব।
প্রেম-নাম যাহাঁ শুনই না পায়ব
সেই নগরে হাম যাব।।ধ্রু।।
যাহে বিনু সপনে আন নাহি হেরিয়ে
অব মোহে বিছুরল সোই।
হাম অতি দুখিনি সহজে একাকিনি
আপন বলিতে নাহি কেই।।
দুহুঁ কুল চাহিতে আকুল অতি অন্তর
পাঁতরে পড়ি রহুঁ হেম।
জ্ঞানদাস কহে ধিক ধিক জীবনে
যাকর পরবশ প্রেম।।