এথা রাধা বিনোদিনী সখিগণ সাথে।
শ্যাম পূজা করিলেন হঞা হরষিতে।।
রাধা কহে চল যাই সূর্য্য পূজিবারে।
কুন্দলতা যাঞা তুমি কহ জটিলারে।।
কুন্দলতা জটিলারে কহল ধাইঞা।
সূর্য্য পূজা করিবারে যাই রাধা লঞা।
জটিলা কহয়ে সভে ঝট যে আসিয়।
পূজা করি সেথা তিল আধ না রহিয়।।
পূজা সজ্জা লঞা সব সখিগণ আল্য।
কুন্দলতা সঙ্গে রাধা বাহির যে হল্য।
সূর্য্য পূজা ছলে রাই রাধাকুণ্ড তীরে।
নিভৃতে নিকুঞ্জে যাই খুজেন নাগরে।।
দেখিয়া ত হাসি হাসি কহে বিনোদিনী।
জ্ঞানদাস কহে শ্যাম রসিক শিরোমণি।।