“এ ধনি এ ধনি বচন শুন।
নিদান দেখিয়া আইলুঁ পুন ।।
না বান্ধে চিকুর না পরে চীর।
না খায় আহার না পীয়ে নীর।
দেখিতে দেখিতে বাঢ়ল ব্যাধি।
যত তত করি না হয়ে সুধী।।
সোনার বরণ হইল শ্যাম।
সোঙরি সোঙরি তোহারি নাম।।
না চিনে মানুষ নিমিখ নাই।
কাঠের পুতলি রহিছে চাই।।
তুলা খানি দিলু নাসিকামাঝে।
তবে সে বুঝিলুঁ শোয়াস আছে।।
আছয়ে শ্বাস না বহে জীব।
বিলম্ব না কর, আমার দিব।।”
চণ্ডীদাস কহে বিরহ বাধা।
কেবল মরমে ঔষধ রাধা।।