এ সখি হাম সে কুলবত রামা।
অনেক যতন করি প্রেম ছাপায়লুঁ
বেকত কয়ল ওই শ্যামা।।ধ্রু।।
আছিলুঁ মালতি বিহি কৈল কিবা রিতি
ভৈ গেলুঁ কেতকি ফুলে।
কন্টক লাগি ভ্রমর নাহি আওত
দূরে রহি দুহুঁ মন ঝূরে।।
যব দুহুঁ দরশন দৈবে মিলায়ল
কোন না কহে কত বোল।
অন্তরে বৈদগধি- মাণিক ছাপায়ল
দুহুঁ ভেল পন্থক চোর।।
দখিণ নয়ন করি রঞ্জব কিয়ে হরি
বাম নয়ন করি আধা।
গোপত পিরীতি খানি কোন টুটায়ল
মঝু মনে লাগল ধাঁধা।।
কান্দিব রে কত কাঁদি গোঙায়ব
কাহারে করিব বিশোয়াস।
জ্ঞানদাস কহ ধিক রহু জীবনে
যো করে পর-প্রতিআশ।।