ওহে নাবিক কে জানে তোমার মহিমা।
নাম নৌকায় নিরবধি পার কার ভবনদী
তব আগে কি ছার যমুনা।।
চরণ তরণী যার যে করে তোমারে সার
কিবা তার পারের ভাবনা।
পাইয়া চরণরেণু পাষাণ মানবী তনু
কাষ্ঠ নৌকা–পদে হইল সোণা।।
অজামিল পাপী ছিল সেহত তরিয়া গেল
চরণ করিয়া আরাধনা।
হেন পদ অনুভবে যাহার পরাণ যাবে
নাহি তার যমের যন্ত্রণা।।
আমরা আহীর নারী কুলশীল পরিহরি
হাসি হাসি করিয়া কামনা ।
জ্ঞানদাসের বাণী শুন ওহে গুণমণি
কত না করহ প্রবঞ্চনা।।