“ওহে বড়ই বিষম বিরহ-নারা।
কিছু নাহি খায় শিযেতে লুকায়
পাঁজর হৈয়াছে সারা।।
শুনি কি না শুনি কহে সরু বাণী
যেন অরুন্ধতী তারা।
কনক রতন যেন মলিয়ান
চকিত লোচন-তারা।।
শ্রবণ নয়ন ঝরে অনুক্ষণ
যেনক শায়ন-ধারা।
নেতের বসনে মুছিব কেমনে
এত বল আছে কারা।।
এখন তখন তাহার জীবন
না চলে কণ্ঠের নালা।”
চণ্ডীদাসে কহে– “তুরিতে চলহে,
বিলম্ব না সহে কালা।।”