কত কত ভুবনে আছয়ে বর নাগরি
কে না করয়ে অভিলাষে।
যো পুরুখরতন যতনে নাহি পাইয়ে
সো তুয়া দাসক দাসে।।
সখি হে কহ কৈছে সাধবি মান।
রসময় রসিক মুকুটবর নাগর
চরণহি সাধয়ে কান।।ধ্রু।।
কি তোর কঠিন মন বুঝিয়ে না পারিয়ে
কিয়ে হেন দুরবুধি ঘোর।
লাখ লছিমি যছু চরণে লোটায়ই
তাহে এত বিরকতি তোর।।
জীবন যৌবন সফল না মানসি
কানু হেন বিদগধ নাহ।
জ্ঞানদাস কহ কথিহুঁ না শুনিয়ে
পিরীতিক ইহ নিরবাহ।।