করতল কমল নয়ন ঢর নীর।
ন চেতএ সঁভরন কুন্তল চীর।।
তুঅ পথ হেরি হেরি চিত নহি থীর।
সুমরি পুরুব নেহা দগধ সরীর।।
কতে পরি মাধব সাধব মান।
বিরহী জুবতি মাঁগ দরসন দান।।
জলমধে কমল গগনমধে সূর।
আঁতর চাঁদহু কুমুদ কত দূর।।
গগন গরজ মেঘা সিখর ময়ূর।
কত জন জানসি নেহ কত দূর।।
ভনই বিদ্যাপতি বিপরিত মান।
রাধা বচনে লজাএল কান।।