কাঁচা কাঞ্চন তনু চন্দন ভালে।
আজানুলম্বিত উরে মালতীর মালে।।
পুলকের শোভা কিবা নবনীপ ফুলে।
কুন্তলে কুসুম কত শত অলিকুলে।।
ভুবনমোহন রূপ মনমথ লীলা।
চাঁদের অধিক মুখ শশি ষোলকলা।।
হেম করিকর জিনি ভুজযুগ শোভা।
গমন মাতঙ্গ জিনি জগমন লোভা।।
আবেশে অবশ অঙ্গ বোলে হরি হরি।
কি লাগি ঝরয়ে আখি বুঝিতে না পারি।।
গদাধর আদি যত সহচর সঙ্গে।
নিজ নিজ বাবে সবে সংকীর্ত্তন রঙ্গে।।
যাহাতে ধরণী ধন্য, বিশেষে নদীয়া।
জ্ঞানদাস বড় দুঃখী তাহা না দেখিয়া।।