কাজরে উজর, চিকন বরন
কিবা সে রূপের ছটা।
জেন চান্দের উদয় ভালে
করল কি দিক্রা ফোটা।।
সই রূপ দেখি জগমন মোহে।
নয়ন কোমলের বান মদন বিসাল
ভালে ভালে জিতে রহে।
ধরনি ধয়ল তাহে অভরণ সোনা।
কালা কেশের অধিক উজোর
জিনি আন্ধারের জোনা।।
পহিল বয়েস রসের আবেশ
চমকি চলনি জাইতে।
জ্ঞানদাস কয় জানিল নিশ্চয়
কামিনির কুল ঘুচাইতে।।