কানুর পীরিতি মরণের সাথি
বুঝিলু এতেক দিনে।
মরিলে ছাড়িবে সঙ্গে কি যাইবে
কহ না ইহার বিধানে।।
সই, জীয়ন্তে এমন জ্বালা।
জাতি কুল শীল সকলি ছাড়িল
তবুত না ছাড়ে কালা।।ধ্রু।।
শয়নে স্বপনে না করিয়ে মনে
ধরম গণিয়া থাকি।
আসিয়া মদন দেয় কদর্থন
অন্তরে জ্বালয়ে উকি।।
সরোবর মাঝে মীন যেন থাকে
উঠে তপন দেখিবারে।
ধীবর যে কাল হাতে লয়ে জাল
তুরিতে ঝাঁপয়ে তারে।।
কানুর পীরিতি শমন মূরতি
যাহার হিয়ায় থাকে।
খলের গরলে জারে সেই জনে
কলঙ্কী বলয়ে লোকে।।
চণ্ডীদাস-মন বাশুলী-চরণ
উপদেশ রজক-নারী।
সহিতে সহিতে কিছু না ভাবিবে
রহিবে একান্ত করি।।