কানুর বচন শুনি গোপীগণ
কহিতে লাগিলা তাথে।—
“আমরা পরের রমণী হইয়া
বজর পড়িল মাথে।।
পরের পীরিতি আগে না গণিয়া
যে জন পীরিতি করে।
আপনার হাতে বিষ ধরি খায়
পরিণামে হেন করে।।
ছায়ার আকার ছায়াতে মিলাএ
জলের বিম্বুকি প্রায়।
যেন নিশিকালে নিশার স্বপন
তেমত পীরিতি ভায়।।
যেমন বাদিয়া কাঠের পুতলি
নাচায় যতন করি।
দেখিতে মিছাই সকল ছায়াটী
বাজীকরে করে কেলি।।
তেমতি তোমার পীরিতি জানিলু
শুনহে নাগর রায়।
পরের পরাণে হরিয়া যতনে
ভাসাইলে দরিয়ায়।।
মুখে কতজন সরল বচন
হিয়াতে কুটিল সারা।
তখনি এমন না জানি কখন
এমন তোমার ধারা।।”
চণ্ডীদাস বলে– “শুন বিনোদিনি,
কে বলে পীরিতি ভাল।
পীরিতি-গরলে এ দেহ জারল
অন্তর হইল কাল।।”