কালা কলেবর মণি ঝলমল
তাহে সে আনহি ছাঁদ।
চূড়ার উপরে শিখীপুচ্ছ পরে
ঐ সে মনের ফান্দ।।
সখি! তোমরা কে ঘরে যাইবে যাও
মুই সে মরম কই।
নয়নে নয়নে ক্ষেণেক অন্তরে
মুই সে জীবার নই।।
এ রূপ যৌবন এ রূপ লাবণ্য
এ নব নাগরীপণা।
এ সব সকল তবে সে সফল
যদি ভেটে কালা সোনা।।
লাজ ভয় লাগি কোন সে অভাগী
ছাড়িবে সে গুণনিধি।
কবি শেখর কয় জানিহ নিশ্চয়
তোমারে সদয় বিধি।।