কাহারে কহিব দুখ কে বুঝে অন্তর।
যাহারে মরমী কহি সে বাসয়ে পর।।
আপনা বলিতে বুঝি নাহিক সংসারে।
এতদিনে বুঝিনু সে ভাবিয়া অন্তরে।।
মনের মরম কহি জুড়াবার তরে।
দ্বিগুণ অগুন সেই জ্বালি দেয় মোরে।।
এতদিনে বুঝিলাম মনেতে ভাবিয়া।
এ তিন ভুবনে নাই আপনা বলিয়া।।
এ দেশে না রব একা যাব দূরদেশে।
সেই সে যুকতি কহে দ্বিজ চণ্ডীদাসে।।