“… … … … কিমত
পরম ইশ্বর বলি।
দেব ঋসিকেস। তুমি নারায়ন
তুমি দেব বনমালি।।
… … … … … …
অচ্চুত অনন্ত কায়া।
তুমি মোক্ষ মার্গ তুমি হয় সর্গ
দেবের মুরতি-ছায়া।।
বেদ অধ্যায়ন জোতি।
তুমি দিবাকর এ চন্দ্র-মণ্ডল
তুমি সে দেবের গতি।।
… … … … … …
এ চোদ্য ব্রহ্মাণ্ড-কর্ত্তা।
… … … … … …
… … … ।।
তুমি সেই জল স্থল সে নির্ম্মল
তুমি সে পরম বন্ধু।
… … … … … …
তুমি সে করূনা-সিন্ধু।।
তুমি হিতকারি অনাথ -বান্ধব
তুমি সে কারন-কর্ত্তা।
… … … … … … স
তুমি সে দেবের ধাতা।।
তুমি মহাবিষ্ণু তেজ সে বিজয়
স্থল জল আদি জত।
… … … … … …
তাহা না কহিব কত।।”
এই সব স্তুতি করে জসমতি
ভক্তির বিধান করি।
… … … … … …
জননিরে কিছু বলি।।
জানিয়া কারন নন্দের নন্দন
মাএর ভকতি সুনি।
ইস্বর … … … … …
… দা নন্দের রানি।।
তবে বাল্য-লিলা না হএ পুষ্টিত
জানিল জাদর রায়।
মায়া … … … … …
দিন চণ্ডিদাস গায়।।