কিয়ে মঝুরূপ, কলারস চাতুরী
সব ভেল চুরে।
গুরুজন বৈরি, দ্বিগুণ ভেল ধাতা,
ডর সঞে কয়ল বিদূরে।।
সজনি হাম জীয়ব কতি লাগি।
একে মঝু অন্তর, দগধ নিরন্তর,
নাহ অধিক অনুরাগী।।
বৈদগধি বিধি সকল লুকায়ল,
দুহু ভেল পন্থক চোর।
যবহুঁ দৈব দোষে দরশ করায়ল,
কেহ না কহে এ বোল।।
অবিরত চিতে কত, কাঁদি গোঙায়ব,
কাহে করব বিশোয়াসে ।
জ্ঞানদাস কহ, অন্তর দহ দহ
পরবশ পিরীতি আশে।।