কি আর সাধসি মান।
গোকুল নগরে পুছ ঘরে ঘরে
হএ নহে মোর দান।।
চরণ দুখানি বরণ দেখিঞা
মদন মুরুছা পায়।
এ হেন বয়সে পসরা মাথাএ
দেখি দুখ লাগে গায়।।
কুটিল কবরি ক্ষীণ মাঝাখানি
হেলিছে অলপ বায়।
সুমেরু উপরে হার সুরেশ্বরী
ভরে ভাঙ্গি পাছে যায়।
তোমার পুরুখ জনম মুরুখ
একলি পাঠাএ বিকে।
শেখর কহিছে রাজার যোগানী
ছুঁইতে পারে কোন লোকে।।