কি মোর ঘর দুয়ারের কাজ
লাজ করিবারে নারি।
তিলেক বিচ্ছেদে লাখ পরমাদ
হিয়া বিদরিয়া মরি।।
শুন শুন তোরে মরম কহি
ও মোর পরাণ নাথে।
ও রস পরশে উলসল গা
দুকুল ঠেলিলুঁ হাতে।। ধ্রু।।
গুরু গরবিত বোলে অবিরত
সে মোর চন্দন চুয়া।
সে রাঙ্গা চরণে আপনা বেচিলুঁ
তিল তুলসি দিয়া।।
(আপন ইচ্ছায়ে বাছিয়া লইলুঁ
যে মোর করমে ছিল।
এ বোল বলিতে যে জন বিমুখ
তারে তিলাঞ্জলি দিল।।)
সো মুখ না দেখিয়া পরাণ বিদরে
রহিতে নারিয়ে বাসে।
এমত পিরিতি জগতে নাহিক
কহই এ জ্ঞানদাসে।।