কি মোহন নন্দকিশোর।
হেরইতে রূপ মদনমন ভোর।।
অঙ্গহি অঙ্গ তরঙ্গ বিথার।
জলদপটল বরিখত রসধার।।
মুখে হাসি মিশা বাঁশি বায়।
অমিয়া বমিয়া বিধু জগত মাতায়।।
গলে গজমোতিমমাল।
করিবরকর কিঁয়ে বাহু বিশাল।।
কুলবতিপরশ না পাই।।
অনুখন চঞ্চল থির নহ তাই।।
শুনিতে বচন সুধাখানি।
জ্ঞানদাস আশ করত সেই বাণী।।