কি হেরিলাম যমুনার কূলে।
চিকণ-কালিয়া রূপ কদম্বের তলে।।
কেমন বান্ধ্যাছে চূড়া কুটিল কুন্তলে।
বেড়িয়া দিয়াছে কিবা বকুলের মালে।।
মউরের পাখা তাথে করে ঝলমলে।
হেরিয়া কামিনী কুল হারাইল কুলে।।
চন্দন-তিলক শোভে সুচারু-কপালে।
অঙ্গদ-বলয়া সাজে সুবাহু-যুগলে।।
হিয়ার উপরে মালতীর মালা দোলে।
কটি মাঝে পীত-ধটী সদাই চঞ্চলে।।
চরণে পরশে আসি ধড়ার অঞ্চলে।
ভুবন মোহন রূপ নিমানন্দ বোলে।।