কুঞ্জ ভবন মন্দ পবন
কুসুম গন্ধ মাধুরী।
মদনরাজ নব সমাজ
ভ্রমরা ভ্রমরী চাতুরী।।
দেখরে সখি শ্যামচন্দ
ইন্দুবদনী রাধিকা।
বিবিধ যন্ত্র যুবতীবৃন্দ
গাওত রাগমালিকা।।
তরল তার গতি দুলাব
নাচে নটিনী নটন-শূর।
প্রাণনাথ ধরত হাত
রাই তাহে অধিক পুব।।
অঙ্গে অঙ্গ পরশি ভোর
কেহু রহত কাহুকো কোর।
জ্ঞানদাস গাওত রাস
যৈছে জলদে বিজুরী জোর।।