কুন্দে কুন্দিল দেহা বিদগধ বিধি।
বাছিয়া থুইল নাম শ্যাম গুণনিধি।।
চূড়াএ চন্দ্রক দিয়া কুন্দ মল্লিকা।
চান্দের অধিক মুখচান্দের চন্দ্রিকা।।
সখি কি আর কি আর অনুবাদে।
মো পুনি পড়িয়া গেনু ও নয়ান-ফান্দে।।
আবেশে অবস গা চলে বা না চলে।
পাষাণ মিলায়া যায় ও মধুর বোলে।।
নীলমণি-হেন গা মুকুতা-খিচনি।
আই আই মরি যাঙ রূপের নিছনি।।
কালা পাটে গলে দোলে কাঁঠিতে প্রবাল ।।
শ্যামল তমালে শোভে নবগুঞ্জামাল।।
নাসা-হুলে লোলে কত মূলের মুকুতা।
জ্ঞান কহে ভালে ঝুরে বৃষভানু সুতা।।