কুলের বৈরি হইল মুরলী
সকলি করিল নাশে।
মদন-কিরাতি মধুর মূরতি
ধরিতে আইল শেষে।।
সই, জীবন যে নেয় বাঁশী।
পীরিতির আঠা ননদিনী কাঁটা
পড়সী হইল ফাঁসী ।। ধ্রু।।
বৃন্দাবন-মাঝে বেড়ায় যে সাজে
ধরিতে যুবতী-জনা।
যমুনার কূলে কদম্বের তলে
আসিয়া করিল থানা।।
এক পাশ হৈয়া হাতে শান্ দিয়া
দেখে যে বসিল পাখী।
ধীরি ধীরি বায় ভঙ্গি করি চায়
আনলা চালায় দেখি।।
গাছের ডালে বসিয়াছে ভালে
তাকায়ে সে এক দিঠে।
জড়ান যে আঠা নাহি যায় কাটা
লাগিল পাখীর পিঠে।।
পড়িয়া ভূমিতে ধড়ফড়াইতে
কিরাতে ধরিল পাখে।
পাখে পাখ দিয়া বান্ধিল টানিয়া
ঝুলিতে ভরিয়া রাখে।।
চণ্ডীদাসে কয় মহাজন হয়
কিনিয়া লয় যে পাখী।
পাখা খুলি দেয় আটা যে ধোয়ায়
তবে এড়ান দেখি।।