কুসুম পালঙ্ক তেজিয়া শ্যাম।
রাই প্রেম হেজি(ভাবি) করে গমন।।
আহা রসময়ী প্রেমের তরী।
কি লাগি না আসে নবীনা গৌরী।
পথ নিবারই নবীন ভান (?)
একা রাধা বিনা অথয়ে প্রাণ।
কোন দিগু ধনী আসে কি চাহে।
ছন ছন চিত্ত সে শ্যামরায়ে।।
চণ্ডীদাস বলে মদনে ভূর।
একা রাই বিনা মন আকুল।।