* * * * কৃষ্ণ নাম রাখি গর্গমুনি।
আনন্দ নন্দের মন, হর্স নন্দরাণি।।
গোপাল রাখিল নাম সেস লগ্ন * *।
আনন্দে নন্দের বালা বিহরে গোকুলে ।।
এই-মত নাম-লিলা রাখি গর্গমুনি।
অনন্ত ইহার নাম বলিতে না জানি।।
অনন্ত সহস্র মুখে কহে কৃষ্ণনাম ।
আজি জে কহিল কালি নোতন প্রমাণ।।
পুনরূপি আর নাম করেন নিতি নিতি।
কত নাম হএ তাহা না জানল রিতি।।
এই মত চারি জুগ কহে কৃষ্ণ-নাম।
তথাপি নারিলা তেহোঁ করিতে প্রমাণ।।
এমত ইহার নাম নাহি পরিমাণ।
আমি কি জানিব নন্দ, গুণের আক্ষান।।
কিছু সক্তিমাত্র কৈল এ নাম-করণ।
আনন্দ হইঞা বড় চণ্ডিদাস কন।।