কেন বা এমন হৈলা কোথা কিবা দেখি আইলা
কহ না মনের কথা তুমি।
তবে সে তোমার দাস পূরাব সকল আশ
নিশ্চয় করিয়া কহি আমি।।
শুন ওরে ভাইরে কানাই।
দেখিয়া তোমার মুখ বিদরিয়া যায় বুক
ইথে লাগি তোমারে শুধাই।।
সখারে করিয়া কালে মরমের কথা বলে
দেখিয়া আইলু এক নারী।
তাহার রূপের ছান্দে পরাণ পুতলি কান্দে
সেই হৈতে পাশরিতে নারি।।
সঙ্গের সঙ্গিনী যত তাহারা তাহারি মত
মরম কহিলুঁ আমি তোরে।
নিমানন্দ দাস ভণে এ কথা না কহ কেনে
আমি যে আনিয়া দিব তারে।।