কোকিলার মুখেতে সুনিতে পাইলাম
বন্ধুর সুখের কথা।
মথুরা নাগরি পাএ নিল হরি
পুন কি আসিবে এথা।।
সই, পিরিতি জারা।
কুল জে জাইবে পরান হারাবে
জিওতে হইবে মরা।।
আমি তো অবলা কুলবতি বালা
আপনা বুঝিতে নারি।
চণ্ডিদাস কহে সোনগো সুন্দরি
পিরিতি হইল বৈরি।।