গৃহমাঝে গৃহকর্ম্ম করে বিনোদিনী।
শুনিয়া মুরলী-ধ্বনি হেন বিরহিনী।।
রাধা বলি শ্যামের বাঁশি ডাকে ঘনে ঘনে।
উচাটন করে মন ধৈরজ না মানে।।
যতছিল গৃহকর্ম্ম করিল তুরিতে।
অনুক্ষণ লয় মন শ্যামের পিরিতে।।
ললিতা ডাকিয়া রাই কহিল যতনে।
আজু শিখিব বাঁশী মধুর বৃন্দাবনে।।
সকল গোপনী এবে হইল মিলন।
কুলে তিলাঞ্জলি দিয়া করিল গমন।।
আলসে ললিতা অঙ্গে অঙ্গ হেলাইয়া।
পদ আধ চলে রাই পড়ে মুরছিয়া।।
খেণেকে ধরণী ধরিয়া থাকে।
শ্যাম কতদূরে বলিয়া ডাকে।।
ললিতা রহই রাইয়ের পাশে।
নিকটে শ্যাম অঙ্গের সৌরভ আইসে।।
নিকটে সৌরভ অঙ্গের পায়্যা।
কুঞ্জর গমনে চলল ধায়্যা।।
প্রবেশ করল শ্রীবৃন্দাবনে।
জ্ঞানদাস কহে মিলে দুজনে।।