গৃহেতে বসিআ মোনেরে কহিলাম
আর না বলিয় কালা।
তবুত পরানে আন নাহি জানে
* কানু জপমালা।।
সইগ, আর না বলিও মোরে।
কালিআ বরন মোনেতে পরিলে
সে বর প্রমাদ করে।।
কালিআ কাজল নয়নে পরিতে
মোর মোনে নাহি লয়ে।
কালিয়া বরনে পরান পাগলি
না জানি আর কত হয়ে।।
জমুনার জল না পারি ভরিতে
দেখিয়া কালিয়া চাঁদ।
চণ্ডিদাষে কহে রহিতে নারিবে
অন্তরে বাহিরে ফান্দ।।