গোকুলে আনন্দ বড় জয় জয়কার।
আপনি অখিলপতি ভেল অবতার।।
ভাদ্রমাসে কৃষ্ণাষ্টমী নক্ষত্র রোহিণী।
অর্দ্ধরাত্রে জনম লভিলা যদুমণি।।
কত চান্দ জিনি মুখ ঝলমল করে।
জগজনার মনের আন্ধার গেল দূরে।।
বরণ চিকণ ইন্দ্রনীলমণি জিনি।
দীনবন্ধু কহে রূপে পরান নিছনি।।
গোকুলে আনন্দ বড় জয় জয়কার।
আপনি অখিলপতি ভেল অবতার।।
ভাদ্রমাসে কৃষ্ণাষ্টমী নক্ষত্র রোহিণী।
অর্দ্ধরাত্রে জনম লভিলা যদুমণি।।
কত চান্দ জিনি মুখ ঝলমল করে।
জগজনার মনের আন্ধার গেল দূরে।।
বরণ চিকণ ইন্দ্রনীলমণি জিনি।
দীনবন্ধু কহে রূপে পরান নিছনি।।