গোধন সঙ্গে রঙ্গে যদুনন্দন
হেরইতে গোঠবিলাস।
সহচরি কর অবলম্বই সুন্দরী
কহতহিঁ গদ গদ ভাষ।।
দেখ সখী ও নবনাগর কান।
বিম্বাধর পর মুরলি বিরাজিত
গাওত পঞ্চম তান।।
শ্রুতিমুলে কুণ্ডল ঘন ঘন দোলত
সঘন ঢুলাওত মাথ।
শ্রীদামের কান্ধে হাথ অবলম্বন
চলতহিঁ জীবননাথ।।
মরমকি বচন কহই নাহিঁ পারিএ
কাহে নয়নে ঝরু লোর।
দীনবন্ধু কহে শুন শুন সুন্দরি
তুয়া দরশনে ভেল ভোর।।