ঘাম না সহে সজনী রে, রোদে উনাইয়া পড়ে ঘাম। ধু।
তোমার বাঁশীর স্বরে, প্রাণি মোর বিদরে, রহিতে না পারি ঘরে।
হেন লয় হিয়া, প্রেম ডুরি দিয়া, বান্ধিয়া রাখি তোমারে।
হেন লয় মনে, বন্ধের চরণে, ভজি থাকি রাত্র দিন।
দয়ার ঠাকুর, না হৈও নিঠুর, দেখি বড় অতি হীন।
কহে আফঝল আলী, শরীর কৈলুম কালী, তুমি সে বন্ধুয়ার লাগি।
পিরিতি বাড়াইয়া, যদি যাও ছাড়িয়া, নিশ্চয় হইমু বৈরাগী।।