চরণ নূপুর উপর সারী।
মুখর মেখল করে নিবারী।।
অম্বরে সামর দেহ ঝপাঈ।
চলহি তিমিরপথ সমাঈ।।
কুমুদ কুসুম রভস বসী।
অবহি উগত কুগত সসী।।
আএল চাহিঅ সুমুখি তোরা।
পিসুন লোচন ভম চকোরা।।
অলক তিলক ন কর রাধে।
অঙ্গে বিলেপন করহি বাধে।
তয়ঁ অনুরাগিনি ও অনুরাগী।
দূসন লাগত ভূসন লাগী।।
ভনে বিদ্যাপতি সরস কবি।
নৃপতিকুলসরোরূহ রবি।।