চলইতে থকিত চকিত রহু কান।
হাসি নেহারল তোঁহারি বয়ন।।
চৌদিকে চাহি কহল কিছু থোর।
ধরণী না সম্বরে ও রস ওর।।
এ সখি এ সখি নিবেদলোঁ তোয়।
অকপটে কহবি না বঞ্চবি মোয়।।
তুহুঁ বরনারী চতুর বরনাহ।
অনুভবে জানি আছয়ে নিরবাহ।।
তুয়া সঞে পিরীতি কি রস আনঠাম।
কো ধনি গুপতে পূজয়ে নিতি কাম।।
শ্রবণ নয়নে ধনি রহল সমাধি।
ধক ধক অন্তরে উপজে বেয়াধি।।
এত জানি যব হয়ে পরসাদ।
জ্ঞানদাস কহ নহ পরমাদ।।