চল বৃন্দাবনে রাই চল বৃন্দাবনে।
নয়ান জুড়াবে রাই শ্যাম দরশনে।।
শ্যাম-ভাবে বিনোদিনী গমন সুধীর।
ভরমে ভরমে ঘরের হইলা বাহির।।
পথে যাইতে বিনোদিনী অভরণ পরে।
ললিতারে জিজ্ঞাসেন শ্যাম কত দূরে।।
অঙ্গে অঙ্গ হেলি যায় বাহু পসারিয়া।
চলিতে না পারে পথ পড়ে আউলাইয়া।।
প্রবেশিলা বৃন্দাবনে রসের মঞ্জরী।
জ্ঞানদাসে মাগে রাঙা চরণ মাধুরী।।