চাহ মুখ তুলি রাই চাহ মুখ তুলি।
পরশিতে চাহি তুয়া চরণের ধূলি।।
অভিমান দূরে করি চাহ একবার।
দূরে যাউ সব মোর হিয়ার আন্ধার।।
পীত পিন্ধন মোর তুয়া অভিলাষে।
পরাণ চমকে যদি ছাড়হ নিশ্বাসে।।
লেহ লেহ লেহ রাই সাধের মুরলি।
নয়াননাচনে নাচে হিয়ার পুতলি।।
তুয়া মুখ নিরখিতে আঁখি ভেল ভোর।
নয়ন অঞ্চল তুয়া পরচিতচোর।।
রূপে গুণে যৌবনে ভুবনে আগলি।
বিহি নিরমিল তোহে পিরীতি পুতলি।।
এত ধনে ধনী যেহ সে কেনে কৃপণ।
জ্ঞানদাস কহে কেবা জানিয়ে মরম।।